ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

দেশে এখন
0

দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। দ্রুত নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

রোববার সকালে সংক্ষিপ্ত মিছিল নিয়ে ইডেন কলেজের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। এ সময় ক্রমাগত ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পরও কোন কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

মেয়েরা রাতে বের হতে ভয় পায় উল্লেখ করে দ্রুত মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানায় ইডেনের শিক্ষার্থীরা অন্যথায় আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেয় তারা।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং তিতুমীর কলেজেও ছিনতাই, ধর্ষণসহ সব ধরণের অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্তদের বিচার দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

রাজধানীর বাইরেও ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন।

সকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণআন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন দেশের মা-বোনেরা। অথচ আজ ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে তারাই ধর্ষণ, নির্যাতনের শিকার হচ্ছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সেই দাবি জানান বিক্ষোভকারীরা।

সকাল ৯ টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মার মাগফেরাত কামনা করা লেখা সম্বলিত ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানান তারা।

গত ১৫ বছরের বিচারহীনতার সংস্কৃতি যেন পুনরায় প্রতিষ্ঠিত না হয় সেদিকে সরকারকে নজর দেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

এএইচ