চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ: ড. মুহাম্মদ ইউনূস | এখন টিভি
0

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। আজ (বুধবার, ২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৫ মিনিটে চীনের হাইনানে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে।

সেখানে হাইনানের কিওনঘাই বো'আও আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর মো. নাজমুল ইসলাম।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর চীনে এটি ড. ‍মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর।

এর আগে আজ দুপুর ১টায় প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন প্রধান উপদেষ্টা। ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি।

আরো পড়ুন:

এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে। ২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি।

২৯ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে প্রধান উপদেষ্টার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এসএস