বিকেল পাঁচটার কিছু আগে কারখানার চারতলায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। এ সময় কারখানায় কাজ করছিল প্রায় ৬০০ শ্রমিক।
আগুনের খবরে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। সাথে যোগ দেন কারখানার শ্রমিক ও স্থানীয়রা। প্রায় দেড় ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে জাপান ও স্পেনে রপ্তানির উদ্দেশ্যে রাখা তৈরি পোশাক পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যায় পোশাক তৈরির কাঁচামাল ও কারখানার মূল্যবান যন্ত্রাংশ।
কারখানার একজন কর্মী বলেন, 'চারতলায় যারা ছিল তারা হঠাৎ করেই এসে বলছে যে এখানে আগুন লাগছে, আগুন লাগছে। কিন্তু কয়তলায় লাগছে এটা কেউ শিউর হয়ে বলতে পারছে না, তখন আরেকজন বললো যে চারতলায় লাগছে।'
কারখানা কর্মকর্তাদের দাবি, এবালন ফ্যাশন নামে চারতলা এ কারখানাটি সম্পূর্ণ রপ্তানিমুখী। আগুনে কারখানাটির চতুর্থ তলা একেবারে ছাই হয়ে গেছে।
একজন কর্মকর্তা বলেন, 'আমাদের রেডি করা পণ্য ছিল। কিছু পণ্য আজকে রেডি করে রাখা হয়েছিল কালকে শিপমেন্টের জন্য। এক সাইডে আমাদের কাঁচামাল থাকে, আরেক সাইডে ওয়্যার হাউজ রেডি গুডস থাকে।'
তবে আগুন লাগার পর পরই কারখানার শ্রমিকরা বের হয়ে যেতে সক্ষম হন। ফলে কোনো হতাহত হয়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, 'অগ্নিকাণ্ডের কারণটা এখনও আমরা বুঝে উঠছি না। আমরা দেখছি যে কীভাবে লাগতে পারে। আমাদের যদি কোনো সন্দেহ হয়, আমরা সেভাবে তদন্ত করে খুঁজে বের করবো।'
আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।