ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর ও সিলেটসহ দেশজুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসাতে দেখা গেছে। যেখানে সড়কে চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকসহ সন্দেহভাজন যান তল্লাশি করতে দেখা যায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়।
এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে সারাদেশে যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।