বিজিবির তথ্য অনুযায়ী, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামের ১টি পরিত্যক্ত ঘরে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা এবং ৯ হাজার ৫০০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় চল্লিশ লাখ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত এলাকায় কোনোও ধরনের চোরাচালান যাতে না হয় সে জন্য বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মিলে যৌথ অভিযানে যে ভারতীয় জিরা এবং ফুচকা জব্দ করেছে সেগুলো সুনামগঞ্জের শুল্ক কার্যালয় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।





