বিসিএসের একীভূত ক্যাডার বাতিল করে ১৩টি প্রধান সার্ভিসে ভাগের সুপারিশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) আওতায় একীভূত 'ক্যাডার' সার্ভিস বাতিল করে ১৩টি প্রধান সার্ভিসে বিভক্ত করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ অন্য সদস্যরা।

সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়, বিসিএসের আওতায় একীভূত ক্যাডার সার্ভিস বাতিল করে তার পরিবর্তে সংশ্লিষ্ট সার্ভিসের কাজের ধরন ও বিশেষায়িত দক্ষতার বিষয়টি সামনে রেখে আলাদা আলাদা নামকরণ করা যেতে পারে। বিদ্যমান বিসিএসের বিভিন্ন ক্যাডারগুলোকে ১৩টি প্রধান সার্ভিসে বিভক্ত করার সুপারিশ করা হলো।

কমিশনের করা সুপারিশগুলো হলো:

১. বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস।

২. বাংলাদেশ বিচারিক সার্ভিস।

৩. বাংলাদেশ জননিরাপত্তা সার্ভিস।

৪. বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিস।

৫. বাংলাদেশ হিসাব সার্ভিস।

৬. বাংলাদেশ নিরীক্ষা সার্ভিস।

৭. বাংলাদেশ রাজস্ব সার্ভিস।

৮. বাংলাদেশ প্রকৌশল সার্ভিস।

৯. বাংলাদেশ শিক্ষা সার্ভিস।

১০. বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস।

১১. বাংলাদেশ কৃষি সার্ভিস।

১২. বাংলাদেশ তথ্য সার্ভিস।

১৩. বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি সার্ভিস।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন।

এসএস