রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনায় আজ (রোববার, ২৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এল ডি হলে যোগ দেয় গণসংহতি আন্দোলন। এ সময় শুভেচ্ছা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রিয়াজ বলেন, বাংলাদেশে নতুন এক জবাবদিহির রাষ্ট্র গঠন করতে এই জাতীয় সনদ তৈরি করা হচ্ছে।
এ সময় জুনায়েদ সাকি বলেন, সংস্কারের যে বিষয়গুলো নিয়ে একমত হবে রাজনৈতিক দলগুলো, সেগুলো নিয়ে জাতীয় সনদ হোক। আর দ্বিমত বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন।