৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা বাতিল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | ছবি: সংগৃহীত
0

আন্দোলনের মুখে অবশেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা বাতিল করেছে সরকার। টানা আন্দোলন ও অনশনের পর রোববার (২৭ এপ্রিল) রাতে এ ঘোষণা দেন পিএসসির চেয়ারম্যান। তবে এ ঘোষণায় সাময়িকভাবে স্থগিত করলেও ৮ দফা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা।

আগামী ৮ তারিখে অনুষ্ঠিতব্য ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণায় অনশন ভাঙলেন টানা ৪ দিন অনশনে থাকা চাকরি প্রত্যাশীরা। অনশন ভাঙিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই।

এমন ঘোষণায় উচ্ছ্বসিত টানা আন্দোলনে ক্লান্ত আন্দোলনকারীরা। তবে হুশিয়ারি দিয়েছেন ৮ দফা পুরোপুরি মানা না হলে রাস্তায় নামবেন তারা।

এর আগে গেল ২৩ এপ্রিল থেকে সরকারি কর্ম কমিশন পিএসসির সংস্কারের ৮ দফা দাবিতে অনশন করছিলেন চাকরি প্রত্যাশীরা। প্রশ্নফাসে জড়িতদের বহিষ্কার ও বিচার দাবি সহ রয়েছে সুপারিশ প্রক্রিয়া স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার।

তবে ৪ দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় রোববার রাতে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে চাকরি প্রত্যাশীদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা, অবস্থান নেন রাজু ভাস্কর্যের সামনে।

এর কিছুক্ষণ পরই পরীক্ষা স্থগিতের ঘোষণায় আন্দোলনের ইতি টানেন চাকরি প্রত্যাশীরা। অনশনকারীরা বলছেন, ৮ দফা মানা না হলে আবারো রাস্তায় নামবেন তারা।

এএইচ