বর্ষার আগেই ঢাকার ১৯টি খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিতের আশ্বাস

.
পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

বর্ষার আগেই ঢাকার ১৯টি খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করে আরো বলেন, সমন্বয়ের অভাবে এতদিন উদ্ধার কাজ হয়নি, এখন সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এক হয়ে খাল খনন ও উদ্ধার করবে। এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, যা শহরের জন্য রোল মডেল হবে। এদিকে দুর্নীতির মাধ্যমে দেশের যে ক্ষতি হয়েছে; তা পরিবর্তনের আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

গত কয়েক দশক ধরেই রাজধানীর খালগুলো দখল ও দূষণে পরিপূর্ণ। সাথে যোগ হয়েছিল অনিয়ম আর দুর্নীতি। দায়িত্ব নেয়ার পর থেকে খাল খনন, পুনরুদ্ধার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা শুরু করে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকা শহরের খাল দখল ও দূষণমুক্ত করতে খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধন করেন পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টারা।

আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাউনিয়া খাল খননের কাজ উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হয় এই ব্লু নেটওয়ার্কের কার্যক্রম। এরই পরিপ্রেক্ষিতে এই সপ্তাহে রূপনগর, বাউনিয়া, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল ও কড়াইল লেকের মোট ২১ দশমিক এক চার কিলোমিটার খাল উদ্ধার করা হয়। এসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব না, তবে পরিকল্পনা দিয়ে যাবে এই সরকার।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এটা যদি অন্য কোনো সরকারের সময় নেয়া কোনো উদ্যোগ হতো তাহলে হয়তো সিটি করপোরেশন থেকে পানি উন্নয়ন বোর্ড সেখান থেকে রাজউক চিঠি চালাচালি করতে করতে দুই-তিন বছর চলে যেতো। কিন্তু সমন্বিত কার্যক্রমের ফলে এটা খুব দ্রুত বাস্তবায়নের জন্য আজ আমরা উদ্বোধন করতে পারছি আশা করি খুব দ্রুত এর কাজ শেষ হবে এবং আপনারা এর সুফল দেখতে পাবেন।’

এদিকে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশে অনেক ক্ষতি হয়েছে, এখন তা পরিবর্তন করবে অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, ‘আমরা ওইখানের বর্জ্য ব্যবস্থাপনাকে পরিবর্তনের জন্য কাজ করছি। আমরা আশা করি অতি দ্রুত করতে পারবো। নির্দিষ্ট সময়টা বলতে পারলাম না কারণ এতে ব্যাপক অপপরিকল্পনা হয়েছিল।’

আগে কাজের ক্ষেত্রে সরকারের সমন্বয়ের অভাব ছিল অভিযোগ করে পরিবেশ উপদেষ্টা বলেন, এখন এক হয়ে কাজ করছে আন্তঃমন্ত্রণালয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা যখন পুনঃ উদ্ধারের কাজে যাবো তখন আমাদের কিছু কিছু অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। আমরা জানি সেখানে বাঁধা দেয়ার চেষ্টা হবে কিন্তু আমরা সম্মিলিতভাবে সেই বাঁধার মোকাবেলা করবো। আশা করি আমরা এই বর্ষার আগে আপাতত ৬ টা এবং এই মাসে আশা করি আমরা আরো ৪টার কাজ হাতে নিবো। আর বর্ষার আগে বাকি ৯ টার কাজও আমরা শুরু করতে দিতে পারবো। অন্তত পানি প্রবাহ যেন খালগুলোতে আনতে পারি সেটা আমাদের প্রাথমিক লক্ষ্য। এই কর্মসূচি কেন্দ্র করে ১৯ টা খাল কেন্দ্রিক একটা মাস্টার প্ল্যান করে ফেলবো।’

এদিকে এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে অনেকবার যোগাযোগ করা হলেও খাল খনন বা উদ্ধারে স্থানীয় প্রশাসন ছিল নীরব। তবে বর্তমান সরকারকে যেকোনো সাহায্য করতে প্রস্তুত এলাকাবাসী।

আসন্ন বাজেটের আগে রাজধানীর ৬টি খাল পুরোপুরি উদ্ধারের কথাও বলেন উপদেষ্টারা।

এএম