অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্পে রাজউকের উচ্ছেদ অভিযান

দেশে এখন
0

খাল, জলাশয় ও কৃষি জমি দখল করে গড়ে ওঠা মিলেনিয়াম সিটির অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্প উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে যেন কেউ অবৈধভাবে আবাসন ব্যবসার নামে সরকারি জায়গা দখল করতে না পারে সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাজউকের কর্মকর্তারা। পাশাপাশি, প্লট ক্রেতাদের আরও সতর্ক হওয়ার আহ্বান।

কেরানীগঞ্জের মিলেনিয়াম আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযানে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। ভেঙে ফেলা হয় দু'টি নির্মাণাধীন ভবন, সাইনবোর্ড, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য স্থাপনা। এমনকি আবাসন প্রকল্পের তৈরি সড়ক খুঁড়ে বালু অপসারণের কাজও করা হয়।

কেরানীগঞ্জের ঘাটারচরে নয় একর জায়গায় গড়ে তোলা হয়েছে মিলেনিয়াম সিটি আবাসিক এলাকা। রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনা, ড্যাপে এই জায়গাটি খাল ও জলাশয়ের অংশ। এ কারণে গত বছরই এই প্রকল্পকে অবৈধ ঘোষণা করে আবাসনের সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গেল ২২ জানুয়ারি উচ্ছেদ অভিযানে এলে ভূমিদস্যুদের বাঁধার মুখে পড়েন তারা। আহত হন গণমাধ্যমকর্মীসহ তিনজন। এবার তাই জোরদারভাবে চালানো হচ্ছে অভিযান।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম বলেন, 'এটা একটা অবৈধ ভবন, সেখানে উচ্ছেদ অভিযান চলছে। এখানে অবৈধভাবে বালু ভরাট হয়েছে সেগুলো মেশিনের মাধ্যমে বালু সরানো এবং যে অবৈধ সীমানা দিয়েছে সেগুলো অপসারণের কাজ চলছে।'

পর্যায়ক্রমে অভিযানে খাল, জলাশয় ও কৃষি জমি দখলমুক্ত করার কথা জানান রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ।

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বলেন, 'যে যাই হোক না কেন, তার যে পরিচয়ই থাকুক না কেন সেখানে যারা জলাশয় ভরাট করবে, সরকারের সম্পত্তিকে ভরাট করবে এবং জলাধার আইন লঙ্ঘন করে কাজ করবে তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। আজকে সেজন্য সকল যৌথ বাহিনীর নেতৃত্বে সেখানে উচ্ছেদ কার্যক্রম করেছি।'

বিভিন্ন আবাসন প্রকল্পে যারা জমি কিনতে আগ্রহী তাদেরকে রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনার ম্যাপ দেখেশুনে প্লট কেনার আহ্বান কর্তৃপক্ষের।

এসএস