দেশে এখন
0

আবারো ঘুরে দাঁড়াচ্ছে মৌলভীবাজারের পর্যটন খাত

নানা চড়াই উৎরাই পার হয়ে আবারো ঘুরে দাঁড়াচ্ছে মৌলভীবাজারের পর্যটন খাত। দেশি-বিদেশি পর্যটকের আগমনে পর্যটনকেন্দ্রগুলো মুখরিত হয়ে উঠছে। লোকসানের ধকল কাটিয়ে আবারও চাঙা হয়ে উঠেছে এ খাতের বিভিন্ন মাধ্যম। এতে খুশি ব্যবসায়ীরা। পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে নানা উদ্যোগ নেয়ার কথা বলছে পর্যটন করপোরেশন ও প্রশাসন।

পাহাড়-টিলা, হাওর, ঝর্ণা সবমিলিয়ে যেন আপন রূপে সেজেছে প্রকৃতি। তাই তো শীতে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে মৌলভীবাজারে ভিড় বাড়ছে দর্শনার্থীদের।

পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে উচ্ছ্বসিত পর্যটকরা। কেউ পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক টিলা থেকে অন্য টিলা, কেউ কেউ আবার ভিড় করছেন চা বাগান কিংবা হাওরে। তবে বিভিন্ন পর্যটনকেন্দ্রের প্রবেশ ফি ও হোটেল-মোটেলগুলোর বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

পর্যটক বাড়ায় ঘুরে দাঁড়িয়েছে জেলার পর্যটন খাত। বেচাকেনা বেড়েছে ব্যবসায়ী ও পরিবহন চালকদের।

পর্যটন খাতকে আকর্ষণীয় করতে নতুন নতুন উদ্যোগ নেয়ার কথা জানান ব্যবসায়ীরা। শমসেরনগর বিমানবন্দর চালু ও রাস্তাঘাট সংস্কার করলে পর্যটক বাড়বে বলে আশা তাদের।

পর্যটন সেবা সংস্থা, মৌলভীবাজারের সভাপতি মো. সেলিম আহমেদ বলেন, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের পর্যটন স্পটগুলোতে যাতে মানুষ সহজে যেতে পারে সে ব্যবস্থা করুন। এগুলোকে আরেকটু আকর্ষণীয় করুন।

গ্রান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের জেনারেল ম্যানেজার আরমান খান বলেন, ‘যোগাযোগ ব্যবস্থাকে যদি আমরা আরো উন্নত করতে পারি এবং আইনের প্রয়োগে যদি সরকার আরো বেশি সোচ্চার হন তাহলে দেখবেন ইন শা আল্লাহ আমরা সবাই এটাকে সাপোর্ট দিব।’

এ খাত চাঙা করতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। হোটেল-মোটেলসহ বাড়তি ভাড়া রোধে নজরদারি বাড়ানোর দাবি পর্যটকদের।

এএইচ