পর্যটন খাতকে নেটওয়ার্কের মধ্যে আনতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি উদাসীন: আসাদুজ্জামান ফুয়াদ
অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি উদাসীন: আসাদুজ্জামান ফুয়াদ | Ekhon tv
0

পর্যটন খাতকে একটি নেটওয়ার্ক এর মধ্যে আনতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ (শনিবার, ২৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আমার বাংলাদেশ পার্টি আয়োজিত পরিবেশ -বান্ধব পর্যটন খাত বিনির্মাণে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পর্যটন খাতকে একটি নেটওয়ার্কের মধ্যে আনতে হবে।’

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘সেন্টমার্টিন এ ভ্রমণ একেবারে বন্ধ করে দেওয়া সমীচীন নয়। সেখানে কয়েক লাখ মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে।’

এসময় এবি পার্টির যুগ্ম সদস্য সচিব বলেন, ‘পর্যটন এলাকায় ভ্রমণের সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’

পর্যটন খাতে সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ এর মাধ্যমে সমৃদ্ধি ফিরিয়ে আনতে হবে।’

এএইচ