এ সময় নবীনদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে যোগ্য বিমানসেনা হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান।
এর আগে কুচকাওয়াজ এবং আকর্ষণীয় মার্চ পাস্টে অভিবাদন গ্রহণ করেন তিনি। এরপর ট্রফি বিতরণ করেন কৃতি রিক্রুটদের মাঝে।
সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ৩৭৮ জন পুরুষ এবং ২১ জন মহিলা রিক্রুট বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। দেশের বিভিন্ন স্থান থেকে আসা অভিভাবকরা অনুষ্ঠানে যোগ দেয়।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।