দেশে এখন
0

‘আধুনিক সমরাস্ত্র ও অবকাঠামো উন্নয়নে বিমান বাহিনীকে চৌকস হিসেবে গড়া হচ্ছে’

আধুনিক বিমান ও সমরাস্ত্র সংযোজন এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বিমান বাহিনীকে একটি চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) সকালে মৌলভীবাজারে শমশেরনগরে বিমান বাহিনীর রিক্রুটস ট্রেনিং স্কুলে ৫২তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় নবীনদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে যোগ্য বিমানসেনা হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান।

এর আগে কুচকাওয়াজ এবং আকর্ষণীয় মার্চ পাস্টে অভিবাদন গ্রহণ করেন তিনি। এরপর ট্রফি বিতরণ করেন কৃতি রিক্রুটদের মাঝে।

সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ৩৭৮ জন পুরুষ এবং ২১ জন মহিলা রিক্রুট বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। দেশের বিভিন্ন স্থান থেকে আসা অভিভাবকরা অনুষ্ঠানে যোগ দেয়।

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস