আবারো ঘুরে দাঁড়াচ্ছে মৌলভীবাজারের পর্যটন খাত
নানা চড়াই উৎরাই পার হয়ে আবারো ঘুরে দাঁড়াচ্ছে মৌলভীবাজারের পর্যটন খাত। দেশি-বিদেশি পর্যটকের আগমনে পর্যটনকেন্দ্রগুলো মুখরিত হয়ে উঠছে। লোকসানের ধকল কাটিয়ে আবারও চাঙা হয়ে উঠেছে এ খাতের বিভিন্ন মাধ্যম। এতে খুশি ব্যবসায়ীরা। পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে নানা উদ্যোগ নেয়ার কথা বলছে পর্যটন করপোরেশন ও প্রশাসন।