দেশে এখন
0

১১ কেজির বোয়াল বিক্রি হলো ২০ হাজার টাকায়

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি বিশাল বোয়াল মাছ। আজ (শুক্রবার, ৩ জানুয়ারি) সকালে মাছটি স্থানীয় আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে গেলে ওজন মেপে দেখা যায় সেটির ওজন ১১ কেজি। মাছটি পরে ২০ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়।

এর আগে, মাছটি বৃহস্পতিবার (২ জানুয়ারি) মধ্যরাতে ধরা পড়ে বলে জানিয়েছেন হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের জেলে শুকুর আলী।

শুকুর আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পদ্মা নদীতে মাছ ধরতে যান। মধ্যরাতে জাল তুলতেই অনুভব করেন, বড় কোনো মাছ ধরা পড়েছে। অনেক কষ্টে জাল টেনে নৌকায় তোলার পর বোয়ালটিকে দেখতে পান। শুক্রবার সকালে মাছটি স্থানীয় আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে গেলে ওজন মেপে দেখা যায় সেটির ওজন ১১ কেজি।

আড়তদার সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী জানান, শুকুর আলী মাছটি তাদের আড়তে নিয়ে এলে তিনি ২০ হাজার ৩০০ টাকায় সেটি কিনে নেন।

স্থানীয়রা জানান, বড় আকারের মাছ ধরা পড়লে সেটি দেখতে অনেকেই আড়তে ভিড় জমায়। এ ধরনের মাছ সাধারণত দ্রুত বিক্রি হয়ে যায় এবং এর বাজারমূল্যও বেশ চড়া থাকে।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম জানান, পদ্মা নদীতে প্রায়ই বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই ও কাতল মাছ ধরা পড়ে।

তিনি বলেন, 'বৃহস্পতিবার রাতে ধরা পড়া ১১ কেজির বোয়াল সম্পর্কে আমি অবগত আছি। এটি পদ্মা নদীর মাছের বৈচিত্র্যের অন্যতম প্রমাণ।'

এসএস