রাজধানীতে কমতে শুরু করেছে সবজির দাম, মাছের বাজারেও মিলছে স্বস্তি

সবজি ও মাছের বাজার
সবজি ও মাছের বাজার | ছবি: এখন টিভি
0

প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতেই বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সবজির মতো মাছের দামও কিছুটা কমেছে। এছাড়া নতুন দেশি পেঁয়াজ ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।

বাজারে শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে অনেকাংশে। ফলে দামও কিছুটা কম প্রায় প্রতিটি সবজির।

রাজধানীর অন্যতম প্রধান কাঁচাবাজার কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ২০ থেকে ৩০ টাকা পিস বিক্রি হচ্ছে। গত সপ্তাহের চেয়ে যা ১০ থেকে ১৫ টাকা কম। এছাড়া শিম ৪০, শসা ৬০ টাকা, গাজর ৪০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে নতুন আলুর দামও। নতুন আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে।

নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। তবে সরবরাহ কম থাকায় পুরনো পেঁয়াজের দাম এখনও ১৩৫ থেকে ১৪০ টাকা। বিক্রেতারা জানান, নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।

আরও পড়ুন:

স্থিতিশীল রয়েছে মুরগি ও মাছের বাজার। প্রতি কেজি বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। আর প্রতি কেজি সোনালি মুরগি ২৫০ থেকে ২৭০ টাকা। কমেছে প্রায় সব ধরনের মাছের দাম। ইলিশসহ অন্যান্য মাছর দাম কেজিতে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে।

মুদি বাজারেরও একই চিত্র। সরু নাজির বা মিনিকেট বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮২ টাকায়। বোতলজাত সয়াবিন ১৯৫ টাকা। তবে এ সপ্তাহে আতপ চালের বাজার কিছুটা চড়া। বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে।

এফএস