দেশে এখন
0

সন্ধ্যা নামতেই রাজধানীতে বাড়ছে শীতের তীব্রতা

সন্ধ্যা নামতেই রাজধানীতে আরও বাড়ছে শীতের তীব্রতা। দিনভর দেখা মেলেনি সূর্যের। এমন অবস্থা আরো দুই থেকে তিন দিন চলবে জানিয়েছে আবহাওয়া অফিস। জানুয়ারিতে দেশজুড়ে অন্তত ৫টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এদিকে শীতের কারণে শিশু, ছিন্নমূল মানুষ ও পথচারীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

শীত এসেছে অনেক দিন। পৌষেরও দিন কেটে গেছে ১৮টা। তবুও শীতের আমেজ মিলছিলো না রাজধানীবাসীর। সেই আক্ষেপ যেন এবার কাটলো। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) থেকেই হাড় কাঁপানো শীতের কবলে ঢাকা শহর।

সন্ধ্যার পর থেকে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। সাথে বইছে শীতল হাওয়া। নগরবাসী প্রাত্যহিক কাজ শেষে দ্রুতই ফিরছেন ঘরে। জমছে না ফুটপাতের দোকানের বাণিজ্য। তবে জটলা বেড়েছে গরম পোশাকের দোকানে। এদিকে বিপাকে রয়েছেন শহরের ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই পারদে ঢাকার তাপমাত্রা ১৩ ডিগ্রিতে। ভোর থেকেই ছিল সূর্যের অনুপস্থিতি। গরম কাপড় না পড়তে পারার আক্ষেপ ঘুচিয়েই মানুষ কাজে যোগ দিয়েছেন ভোগান্তিকে সঙ্গ করে। নতুন বছরের শুরুর স্কুলের গতিতেও পড়েছে ভাটা।

আবহাওয়া অফিস বলছে এই অবস্থা চলবে আরও ২ থেকে ৩দিন। চলতি মাসেই আরও তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহের কথাও জানিয়েছে অধিদপ্তর। পারদ নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ইএ