দুই দিনের সফরে আজ ভারতে যাচ্ছেন পুতিন; দিল্লিতে নিরাপত্তা জোরদার

ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি
ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি | ছবি: সংগৃহীত
0

মস্কোর তেল কেনা বন্ধে দিল্লির ওপর ওয়াশিংটনের চাপ বৃদ্ধির মধ্যে দুই দিনের সফরে আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতে পা রাখতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুতিনের আগমন ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দিল্লি। নিরাপত্তায় কাজ করছে ভারত-রাশিয়ার বিশেষ টিম। রুশ প্রেসিডেন্টের কনভয় নজরে রাখতে রয়েছে স্পেশালাইজড ড্রোন ও এআই প্রযুক্তির ব্যবহারও।

ইউক্রেনে চলমান যুদ্ধের জেরে রাশিয়ার ওপর মার্কিন ও পাশ্চিমা চাপ অব্যাহত। হুমকি উপেক্ষা করে মস্কোর কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় অতিরিক্ত ৫০ শতাংশ শুল্কের বোঝাও বইতে হচ্ছে ভারতকে। কোনো কিছুই দিল্লি-মস্কো সম্পর্কে বিচ্ছেদ ঘটাতে পারেনি। উল্টো আরও বেশি ঘনিষ্ঠ হচ্ছে পুতিন-মোদি সম্পর্ক।

ভারত-রাশিয়ার ২৩তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে আর মাত্র কয়েক ঘণ্টা পর দিল্লির মাটিতে পা রাখতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘনিষ্ঠ মিত্রকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতিও সেরেছে নরেন্দ্র মোদি প্রশাসন। মার্কিন শুল্ক ঝড় ও নিষেধাজ্ঞার মাঝে পুতিনের দিল্লি সফরকে বেশ গুরুতপূর্ণ হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। মোদি ও পুতিনের মধ্যে হতে যাওয়া বৈঠকে কূটনৈতিক সম্পর্ক ছাড়াও দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক আরও জোরালো হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞ অধ্যাপক অমিতাভ সিং বলেন, ‘যুক্তরাষ্ট্র বা অন্যান্য যেসব ভারতীয় পণ্যের চাহিদা ছিল সেগুলো যদি রাশিয়ায় থাকে, তাহলে তাদের কাছে কেন তা বিক্রি শুরু করতে পারি না? ভারত ও রাশিয়ার মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্য অর্জন করা সম্ভব।’

আরও পড়ুন:

আজ সন্ধ্যায় পুতিনের আগমন ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যৌথভাবে কাজ করছে দিল্লি-মস্কো। এরই মধ্যে ভারতে পৌঁছেছেন বিশেষভাবে প্রশিক্ষিত রুশ নিরাপত্তারক্ষীরা, রয়েছেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শীর্ষ কমান্ডো- এনএসজির সদস্যরাও। এছাড়াও থাকছে এআই প্রযুক্তি ও ড্রোনের ব্যবহার।

সন্ত্রসী হুমকি মোকবিলায় স্নাইপাররাও সজাগ দৃষ্টিতে রয়েছেন, বসানো হয়েছে জ্যামারও। এমনকি ভারতের কোনো গাড়িতে চড়বেন না পুতিন, তাই আগেই মস্কো থেকে দিল্লিতে পাঠিয়ে দেয়া হয়েছে সশস্ত্র লিম্যুজিন কার।

দিল্লিতে পৌঁছে আজ রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজ করবেন পুতিন। এরপর আগামীকাল (শুক্রবার, ৫ ডিসেম্বর) রাষ্ট্রপতি ভবনে তার জন্য রয়েছে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। এছাড়া রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়ালেও যাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপরে হায়দ্রাবাদ হাউসে আয়োজিত সামিটে যোগ দেবেন তিনি।

এসএইচ