আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) ভোর ৬টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন সকাল ৯টায় তাপমাত্রা নেমেছিল ১০ দশমিক ৪ ডিগ্রিতে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন ছিল। যদিও আজ ঘন কুয়াশা না থাকলেও ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়লেও সূর্যের তাপ তেমন উষ্ণতা দেয়নি।
গতকাল (সোমবার, ৮ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন রেকর্ড করা হয় ২৬ দশমিক ৭ ডিগ্রি।
আরও পড়ুন:
শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। অনেকে রাস্তায়, বাড়ির সামনে কিংবা চায়ের দোকানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য দিনযাপন আরও কঠিন হয়ে উঠেছে।
তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার সামান্য ওপরে অবস্থান করছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া দেখা দেয়ায় সামনে আরও শৈত্যপ্রবাহ জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে।





