দেশে এখন
0

জাহাঙ্গীর গেটের সামনে চাকরিচ্যুত-বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনী সদস্যদের অবস্থান

চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কারসহ তিন দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনী সদস্যরা।

আজ (রোববার, ২৯ ডিসেম্বর) সকালে ৮টা থেকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্লাটফর্ম “সহযোদ্ধা”র ব্যানারে তারা এই অবস্থান নেন। দুপুর ১টার দিকে তিন বাহিনীর প্রধানের নির্দেশে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আন্দোলনকারীদের সমন্বয়কদের সাথে বৈঠক করে দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।

এরপরই সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এসময় প্রধান সমন্বয়ক নাইমুল ইসলাম জানান, আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাদের দাবিগুলো পর্যালোচনা করে মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। এর আগে সকাল থেকে জাহাঙ্গীর গেইটে অবস্থান নেন আন্দোলনকারীরা।

এসময় তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় সে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

ইএ