আনন্দ শোভাযাত্রায় আমাদের সংস্কৃতি, মাঝে মঙ্গল শোভাযাত্রা আমদানিকৃত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (রোববার , ১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা' অনুষ্ঠানের প্রস্তুতিপর্ব পরিদর্শন শেষে তিনি এ বলেন।
তিনি বলেন, শিল্পীদের স্বাধীনতা ছাড়া শিল্পের বিকাশ ঘটতে পারে না। একটি দলের আধিপত্যের কারণে সংস্কৃতি পালনে স্বাধীনতা ছিল না এত বছর।
এসময় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রয়োজন।'