দেশে এখন
0

‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে’

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় সঙ্গযুক্ত দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের। তিনি জানান, গ্লোবাল ইকোনোমি ও জিওপলিটিকালেও বঙ্গোপসাগর বড় ভূমিকা রাখতে পারে। শুধু ইকোনমিক্যাল ট্রেড নয়, ইকোলজিকাল ট্রেড হিসেবেও এ বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন তিনি।

আজ (রোববার, ২২ ডিসেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুন:সংযোগ স্থাপন, অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান তার সহযোগী মনোভাব অক্ষুণ্ন রাখবে।

এসএস