অন্তবর্তী সরকারের অন্যতম দায়িত্ব সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। তারই অংশ হিসেবে একই সাথে কাজ করছে নির্বাচনের সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রথম বারের মত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে, নতুন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ সকল নির্বাচন কমিশনার এর সাথে বৈঠকে বসেন।
আলোচনায় প্রাধান্য পেয়েছে, প্রার্থীদের যোগ্যতা, মনোনয়নের বিষয়াদি, মাঠ পর্যায়ে প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের আচরণ কেমন হবে, ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন বিষয়। নির্বাচন কমিশনের সঙ্গে এই বিষয়গুলোতে কোন মতপার্থক্য নেই বলে, জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান।
সরকারের কাছেও বেশ কিছু প্রস্তাব পেশ করবেন বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান। নির্বাচন কমিশনার আবুল ফজল মো সানাউল্লাহ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ঘাটতি রয়েছে তা সমাধানের কাজ করা হচ্ছে।
সুষ্ঠ নির্বাচন পরিচালনায় আগামীতেও আরো আলোচনা প্রয়োজন হবে বলে জানান এ নির্বাচন কমিশনার।