এশিয়া
বিদেশে এখন
0

ইওলকে আটকে সহিংসতার আশঙ্কা

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলকে আটকে সহিংসতার আশ্রয় নিতে পারে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ইওলের নিরাপত্তা নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন অভিশংসিত প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা বিভাগের প্রধান।

প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের প্রধান পার্ক চং-জুন আরও জানান, অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতেই এই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও অভিশংসিত প্রেসিডেন্ট ইওলের আইনজীবীদের মধ্যে আলোচনা হয়েছে।

ইওলের আইনজীবীরা গ্রেপ্তার বা সহিংসতার পথ বাদ দিয়ে তৃতীয় কোনো সমাধানের প্রস্তাব করছেন বলেও জানায় প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা বিভাগ।

এর আগে, ৩ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলকে আটকের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইওল সমর্থকদের বিক্ষোভের মুখে টানা ৬ ঘণ্টা চেষ্টার পরেও ইওলকে আটকে ব্যর্থ হন তারা।

এএম