আজ (শনিবার, ১১ জানুয়ারি) সকালে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সার্কিট হাউজে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে।’
এসময় এক দিনে স্থানীয় সব নির্বাচন করা সম্ভব না জানিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুসারে জাতীয় নির্বাচনের কাজ করছে নির্বাচন কমিশন।’
সেই সাথে জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতি সাথে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি।
প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘প্রথম বছরে সম্ভব না হলেও পর্যায়ক্রমে সব প্রবাসীদের ভোটার তালিকায় আনা হবে।’