আজ (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনের নিকট লিখিত আকারে সংবিধান প্রস্তাবনা পেশ ও মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
এসময় জানানো হয় প্রস্তাবে উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে আছে গণভোটে বিধান রাখা, সংসদের মেয়াদ চার বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন দেয়া এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে দুই বারের বেশি থাকার সুযোগ না থাকার প্রস্তাব করা হয়।
নাগরিক কমিটির ৬৯ দফা প্রস্তাবনার মধ্যে অন্যতম দফা ছিল, দুই কক্ষ বিশিষ্ট সংসদ চালু করা, উচ্চকক্ষের ১০০ আসন আনুপাতিক ভোটের পদ্ধতিতে এবং নিম্নকক্ষের ৩০০ আসনের প্রতিনিধি জনগণের সরাসরি ভোটে নির্বাচন করারও প্রস্তাব।