
গণপরিষদ-সংসদ নির্বাচন বিতর্কের সমাধান কি গণভোট?
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি সংবিধান সংস্কার বাস্তবায়নে গণপরিষদ ও সংসদ নির্বাচন হোক একইসাথে। অন্যদিকে প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মত, শুধুই সংসদ নির্বাচনে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কের সমাধান হতে পারে গণভোট।

'একই সাথে গণপরিষদ ও জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপি ঐকমত্য হবে না'
একই সাথে গণপরিষদ ও জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপি ঐকমত্য হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর এখনো অনেকের কথায় ফ্যাসিস্টদের প্রতি আনুকূল্য দেখা যায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

'রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে ভিত্তিতেই চূড়ান্ত হবে নতুন সংবিধান'
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, 'সংস্কার কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে ভিত্তিতেই চূড়ান্ত হবে নতুন সংবিধান। যা পাশ করবে গণপরিষদের মধ্যে দিয়ে আসা নির্বাচিত প্রতিনিধি।'

গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের দাবি ছাত্র প্রতিনিধিদের
আনুপাতিক ও আসনভিত্তিক দুই মাধ্যম রেখেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের দাবি গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র প্রতিনিধিদের। চাইলে গণপরিষদ পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বও নিতে পারবে, মত জাতীয় নাগরিক কমিটির। তবে, বিএনপি বলছে এমন কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না, যা জাতীয় নির্বাচনের সময়কে দীর্ঘায়িত করে। নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মনে করেন, দলমতের অংশগ্রহণ নিশ্চিত করেই সংবিধানের পরিবর্তন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

'সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে গণপরিষদ গঠন করতে হবে'
একনায়কতন্ত্র রুখতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের সুপারিশ করবে সংবিধান ও নির্বাচন সংস্কার কমিশন। থাকতে পারে দ্বিকক্ষ আইনসভা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস ও আনুপাতিক নির্বাচনের প্রস্তাব। কিন্তু রাজনৈতিক দল, সরকার ও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের মধ্যে নির্বাচন আর সংস্কার নিয়ে যে টানাপড়েন তাতে এসব সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ কী? রাজনীতি বিশ্লেষক বলছেন, প্রস্তাব বাস্তবায়নে গণপরিষদ গঠন করতে হবে। রাজনৈতিক দলসহ পক্ষগুলো ধৈর্য না ধরলে গভীরে সংকট পড়বে দেশ।

সংবিধান সংস্কার কমিশনকে ৬৯ দফা প্রস্তাব জাতীয় নাগরিক কমিটির
সংবিধান সংস্কার নয়, পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। গণপরিষদ গঠন করে নতুন সংবিধান বাস্তবায়নসহ সংস্কার কমিশনকে ৬৯ দফা প্রস্তাব জমা দিয়ে এই তথ্য জানান, নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন।