‘সংস্কার নিয়ে কালক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে’

তারুণ্যের সমাবেশে তারেক রহমান
তারুণ্যের সমাবেশে তারেক রহমান | ছবি: এখন টিভি
5

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে উল্লেখ করে সে অনুযায়ী নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, সংস্কার নিয়ে কালক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্যরা জানান, সুকৌশলে দলগুলোর ঐক্যে ফাটল ধরানো হচ্ছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তারা।

চট্টগ্রাম, খুলনা আর বগুড়ার রোদ, বৃষ্টি মাড়িয়ে তারুণ্যের সমাবেশ এবার ঢাকায়।

আজ (বুধবার, ২৮ মে) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল এসে এক হয় নয়াপল্টনে। ঢাকা ও এর উপকণ্ঠের শহরতলি ছাড়াও ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নেতাকর্মীরা যুক্ত হয় পল্টনের ঢেউয়ে।

দুপুরেই পল্টন, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও এর আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে উঠে নেতাকর্মীতে। বিকেলে রূপ নেয় জনসমুদ্রে।

দুই দিনব্যাপী চার বিভাগে এই আয়োজনের উদ্দেশ্য ছিল তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। আগতরা বলছেন, কেবল ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সেই অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

বেলা সাড়ে ৩টায় সমাবেশের মূল অংশ শুরু হয়। একে একে বক্তব্য দেন দলের শীর্ষ নেতারা। তরুণরা হবে রাষ্ট্রের মূল চালিকাশক্তি উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, পদত্যাগের নাটক করা হয়েছে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনে বিলম্ব হলে তরুণরাই জবাব দেবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ দেশে পরস্পরের মধ্যে বিবাদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পাঁয়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম। আমরা কারও পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ।’

আমির খসরু বলেন, ‘বিচার আমরা করবো। তোমাদের ওপর কোনো ভরসা নাই। বিচার বিএনপি করবে আগামীতে।’

স্থায়ী কমিটির অন্য সদস্যরা দাবি করেন,সরকার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তারা।

মির্জা আব্বাস বলেন, ‘একজন তরুণ বেঁচে থাকতেও এদেশে ভৌগোলিক অখণ্ডতা বিঘ্নিত হতে দিবো না।’

শেষে বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়ে জানান, নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। সংস্কার নিয়ে কালক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

তারেক রহমান বলেন, ‘দিল্লি নয়, পিণ্ডি নয়; নয় অন্য কোনো দেশ। সবার আগে বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। সংস্কার নিয়ে কালক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।’

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তারেক রহমান।

তিনি বলেন, ‘ইশরাকের শপথ গ্রহণে বাধা দিয়ে আবারও স্বৈরাচারের মনোভাব পরিলক্ষিত হয়েছে। জনগণের বিশ্বাস ভঙ্গ হয় এমন কোনো কাজ না করার আহ্বান সরকারের প্রতি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান সরকারের প্রতি।’

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের পর রাজধানী দিয়ে শেষ হলো তারুণ্যের সমাবেশ। সমাবেশগুলোতে তরুণদের উপস্থিতি আশানুরূপ থাকায় প্রাথমিকভাবে আয়োজনটিকে সফল মনে করছে বিএনপি। তবে বিশ্লেষকরা মনে করছেন, তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে যদি তারুণ্যের ভোটব্যাংক নিজেদের পক্ষে নিতে পারে সেটিই হবে এই আয়োজন থেকে দলটির সত্যিকারের অর্জন।

এসএস