দেশে এখন
0

দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ৬ কোটি টাকা অনুদানের ঘোষণা সরকারের

শুধু আশ্বাস নয়, বেতন পরিশোধের দাবিতে ফের গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে টিএনজেড গ্রুপের শ্রমিকরা। প্রায় ৫৩ ঘণ্টা পর আজ (সোমবার, ১১ নভেম্বর) দুপুরে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেও আধাঘণ্টা পর ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, আগামী রোববারের মধ্যে সরকার টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ৬ কোটি টাকা অনুদান হিসেবে দেয়া হবে।

টানা তিনদিন গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবরোধ করে রাখায় কয়েক কিলোমিটার জুড়ে ভয়াবহ যানজট তৈরি হয়েছে।

শ্রমিকরা জানান, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়েছিল। তবে বকেয়া বেতনের টাকা হাতে না পাওয়া পর্যন্ত মহাসড়ক থেকে সরবেন না তারা।

এর আগে দুপুরে সদর উপজেলা কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ, শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তাতে সায় দেয়নি শ্রমিকরা।

পরে মুঠোফোনে শ্রমিকদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

সচিব বলেন, ‘আগামী রোববারের মধ্যে সরকার টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ৬ কোটি টাকা অনুদান হিসেবে দেবে।’

তিনি বলেন, ‘শ্রমিকদের অন্যান্য দাবি ও পাওনা কীভাবে, কবে পরিশোধ করা হবে তা আলোচনার জন্য শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে।’

পর্যায়ক্রমে তাদের পাওনা পরিশোধ করা হবে বলেও জানান তিনি।

ইএ