দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ৬ কোটি টাকা অনুদানের ঘোষণা সরকারের
শুধু আশ্বাস নয়, বেতন পরিশোধের দাবিতে ফের গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে টিএনজেড গ্রুপের শ্রমিকরা। প্রায় ৫৩ ঘণ্টা পর আজ (সোমবার, ১১ নভেম্বর) দুপুরে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেও আধাঘণ্টা পর ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, আগামী রোববারের মধ্যে সরকার টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ৬ কোটি টাকা অনুদান হিসেবে দেয়া হবে।