নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার উড়ালসড়কের কাজ চলছে। এ উড়ালসড়কের পিলারের পাইলিংয়ের কাজ করতে গিয়ে প্রায় সময়ই তিতাসের বিতরণ সংযোগে ফাটল সৃষ্টি হচ্ছে।
শনিবার বিকেলের পরে উড়ালসড়কের ৩১ নাম্বার পিলারের জন্য পাইলিংয়ের কাজ করতে গিয়ে আবার নতুন করে ফাটল সৃষ্টি হয়। এতে করে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে নগরীর পোশাক কারখানার শ্রমিক ও কয়েক লাখ বাসিন্দারা পড়েন চরম ভোগান্তিতে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, এর আগেও বেশ কয়েকবার লাইনে ফাটলের সৃষ্টি হয়েছিল, এতে প্রচুর গ্যাস অপচয়ও হয়েছে। শনিবার নতুন করে সৃষ্টি হওয়া ফাটল সারাতে কাজ করছে তিতাস।
আরও পড়ুন:
শনিবার বিকেলে উড়ালসড়কের জন্য গাঁথুনি করতে গেলে বিসিক শাসনগাঁও এলাকায় পাইপলাইনটি ফেটে যায় বলে জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক-নারায়ণগঞ্জ প্রকৌশলী রাজীব কুমার সাহা।
তিনি বলেন, ‘মুক্তাপুর থেকে পঞ্চবটি পর্যন্ত যে দ্বিতল সড়ক হচ্ছে সেটির কাজ করতে গিয়ে শনিবার বিকেলে তিতাসের বিতরণ লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের লোকজন গতকাল থেকেই সেই পাইপলাইন মেরামতের জন্য কাজ করছে। প্রায় ২৪ ফিট মাটির নিচে বিতরণ লাইনটি থাকায় আমাদের একটু বেশি লাগছে। আমরা চেষ্টা করছি কিছু কিছু এলাকায় গ্যাস স্বল্প চাপে সরবরাহ করার।’
শ্রমিকরা জানান, হঠাৎই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সকালে কর্মক্ষেত্রে এক প্রকার না খেয়েই যেতে হয়েছে। আবার দুপুরেও বাসায় গিয়ে অনেকে দোকান থেকে শুকনো খাবার কিনে খেয়েছে।





