তথ্য-প্রযুক্তি
দেশে এখন
0

মোবাইল ব্যবসায় ক্ষতিকর প্রভাব ফেলছে অনিবন্ধিত ডিভাইস

সারাবিশ্বে মানুষের যোগাযোগে আমূল পরিবর্তন এনেছে মোবাইল ফোন। তাই দেশে পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা। মোবাইল ফোনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যবসার সম্ভাবনাময় ক্ষেত্র। পটুয়াখালী শহরেই প্রতিমাসে ৫ থেকে ৬ কোটি টাকার মোবাইল ফোন বিক্রি হয়। তবে বাজারে অনিবন্ধিত মোবাইল ফোনের অবাধ প্রবেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা।

শুধু দূরালাপনের মাধ্যম হিসেবেই নয়, মোবাইল ফোন বদলে দিয়েছে মানুষের দৈনন্দিন জীবন ব্যবস্থা। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ব্যাংকিং, সবই এখন হাতের মুঠোয় এনে দিয়েছে এই মোবাইল। ক্রমেই বাড়ছে এর ব্যবহার, বাড়ছে চাহিদাও।

পটুয়াখালী শহরে অল্প সময়ের ব্যবধানে গড়ে উঠেছে অর্ধশত মোবাইল ফোন বিক্রয় কেন্দ্র। মুঠোফোন বিক্রির দোকানের সাইনবোর্ডে শোভা পাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের নাম। কোনো কোনো বিক্রয় কেন্দ্রে মাসে ১৫ থেকে ২০ লাখ টাকার মোবাইল বিক্রি হচ্ছে। এই ব্যবসায় যুবকরাই সম্পৃক্ত হচ্ছেন বেশি।

তবে, ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিবন্ধকতার কথাও। তারা বলছেন, ব্যবসা বিকাশে প্রধান বাধা বাজারে অবৈধ মোবাইলের প্রবেশ। এদিকে, মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ উপায়ে আসা মোবাইল ফোন বিক্রি বন্ধ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘আমি অতিসত্ত্বর আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন এবং আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদের নিয়ে এসব দোকানে অভিযান পরিচালনা করবো। যাতে সরকারি বিধিবদ্ধভাবে আনা মোবাইল ব্যতিত কেউ যেন অবৈধ পথে আনা মোবাইল বিক্রি করতে না পারে।’

পটুয়াখালী শহরে বিভিন্ন মোবাইল কোম্পানির শোরুমসহ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যাদের গড় বেচাবিক্রি মাসে ১২ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত।

এএইচ