আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, ১৬ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি চালু হচ্ছে ফোনে এনইআইআর সিস্টেম। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যবসায়ীদের সকল আনঅফিসিয়াল ফোন রেজিস্ট্রেশনের আহবান জানানো হলো।
এর আগে, গত ১০ ডিসেম্বর মোবাইল ফোন ব্যবসায়ী ও সরকারের কয়েকটি সংশ্লিষ্ট বিভাগের দফায় দফায় বৈঠক শেষে আনঅফিশিয়াল ফোন বিক্রির জন্য ব্যবসায়ীদের আগামী তিন মাস অর্থাৎ মার্চ পর্যন্ত সময় দেয়ার ঘোষণা দেয় সরকার।
তবে মোবাইল ফোনের জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর সিস্টেম ১৬ ডিসেম্বরেই চালু হবে বলে পুনর্ব্যক্ত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
আরও পড়ুন:
ওইদিন সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকার ও মোবাইল ব্যবসায়ীদের পক্ষ-বিপক্ষের আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিটিআরসি জানায়, এনইআইআর সিস্টেম চালুর অংশ হিসেবে দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ী কর্তৃক এরই মধ্যে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটগুলোর মধ্যে অবিক্রিত/স্থিত সব মোবাইল হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে।
তবে এ ঘোষণা ৫ দিনের মাথায় ঘোষিত ১৬ ডিসেম্বরের আগের দিন ফের সিদ্ধান্ত পরিবর্তন করলো সরকার।
আরও পড়ুন:
জানা গেছে, দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি বড় অংশ তাদের হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারেননি। সেজন্য ১৬ ডিসেম্বরের পরিবর্তে নতুন করে আগামী ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময়ের মধ্যে যাবতীয় হ্যান্ডসেটের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাট অনুযায়ী তথ্য দেয়ার জন্য সব ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে।





