দেশে এখন
0

বাজার সিন্ডিকেট শক্তিশালী, ভাঙার চেষ্টা করছে সরকার: উপদেষ্টা আসিফ

'রাজধানীর ৫০টি পয়েন্টে ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রি শুরু'

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাজার সিন্ডিকেট শক্তিশালী, প্রতিনিয়ত এই সিন্ডিকেট ভাঙার কাজ চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (বৃহস্পতিবার, ১৭ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও ফসল ডটকম লিমিটেডের সহযোগিতায় ঢাকায় ৫০টি পয়েন্টে ট্রাকসেল ও দোকানের মাধ্যমে ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি।

আসিফ মাহমুদ জানান, প্রান্তিক কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছে দিতে যারা এমন উদ্যোগ নিবে তাদের সরকার সহায়তা করবে। ইতোমধ্যে ডিমের দাম কিছুটা কমাতে সক্ষম হয়েছে জানিয়ে শ্রম উপদেষ্টা জানান, শিগগিরই ডিমের দাম আরও কমে আসবে।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, 'সিন্ডিকেটের যে দৌড়াত্ম্য বারবার হাতবদল, এ ধরনের বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য তাদের দৌড়াত্ম্য ভাঙার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে কিছুটা সফলতা আপনারা দেখতে পারছেন। ডিমের দাম কিছুটা কমাতে পেরেছি আমরা। আমাদের ভোক্তাদের যে সিন্ডিকেটের ওপর নির্ভর করতে না হয় সেজন্য স্থায়ী সমাধান হিসেবে আমরা এ ধরনের উদ্যোগকে প্রমোট করছি। অন্যান্য সকল পণ্যের ক্ষেত্রেও আমি আহ্বান জানাবো আমাদের তরুণরা যেন এগিয়ে আসে এবং এ ধরনের উদ্যোগ নেয়।'

ফসল ডটকম লিমিটেডর এই উদ্যোগে পাওয়া যাচ্ছে কাঁচা পেঁপে, লাউ, ঢেঁড়স, পটল, লেবুর মতো ১৫টি নিত্যপণ্য। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, বাজার মূল্যের চেয়ে কম দামে এসব পণ্য বিক্রি করবেন তারা। একইসাথে, ভোক্তাদের পণ্য ক্রয়ের উপর নির্ভর করে ট্রাকসেলের সংখ্যা বাড়ানোর কথাও জানান তারা।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্রেতারা বলেন, আরও কিছু প্রতিষ্ঠান এগিয়ে আসলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় হবে।


এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর