দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

.
দেশে এখন
0

আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (রোববার, ৬ অক্টোবর) বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শনকালে তিনি একথা জানান।

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে দেশজুড়ে পুলিশের পাশাপাশি সেনা, বিমান ও নৌ বাহিনীকে নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া প্রশাসনের কাছে আট দফা নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এবছর পূজা উদযাপনে নিরাপত্তার ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, 'নির্বিঘ্নে পূজা উদযাপিত হবে। বিগত দিনে মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের বিচার করা হবে।'

এসএস