‘কৃষির উন্নয়নে জাপানের অংশীদারিত্ব আরও বৃদ্ধি করা হবে’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (বামে), সাইদা শিনিচি (ডানে)
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (বামে), সাইদা শিনিচি (ডানে) | ছবি: পিআইডি
0

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জাপান বাংলাদেশের উন্নয়নে অন্যতম প্রধান অংশীদার ও পরীক্ষিত বন্ধু। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মাধ্যমে দেশটি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে আসছে। আগামী দিনে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে জাপানের অংশীদারিত্ব আরও বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।

আজ (বুধবার, ৩০ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে দুদেশের মধ্যে কৃষি খাতে সহযোগিতা বিশেষ করে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ, ফসলের পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট ও সংরক্ষণ, জলবায়ু ও স্মার্ট কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনা, ২০২৭ সালে জাপানের ইয়োকোহামাতে অনুষ্ঠাতব্য আন্তর্জাতিক হর্টিকালচার এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ, কৃষি বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা, জাতীয় সংসদ নির্বাচন ইস্যু সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জাপান বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও জোরদার হবে।’

উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘২০২৭ সালে জাপানের ইয়োকোহামাতে 'আন্তর্জাতিক হর্টিকালচার এক্সপো' অনুষ্ঠিত হবে।’

তিনি এ আন্তর্জাতিক এক্সপোতে বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আর জাপান কৃষি খাতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারকারী দেশ। তাই জাপান বাংলাদেশের কৃষি খাতে বিশেষ করে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ, ফসলের পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট ও সংরক্ষণ, জলবায়ু ও স্মার্ট কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহযোগিতা করতে পারে।’

তিনি বলেন, ‘জাপান বাংলাদেশের কৃষি পণ্য সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপন ও কুলিং ভ্যান সরবরাহ করে সহযোগিতা করতে পারে। তাছাড়া জাপান আমাদেরকে আধুনিক কৃষি সরঞ্জাম ও যন্ত্রপাতি দিয়ে সহায়তা করতে পারে।’

তিনি এসময় রাষ্ট্রদূতকে বাংলাদেশে আধুনিক কৃষি সরঞ্জাম ও যন্ত্রপাতি তৈরির জন্য প্রযুক্তিগত সহায়তা দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘কৃষি বিষয়ক দুদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সর্বশেষ সভা ২০২৪ সালের মে মাসে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল। দ্রুত এ সংক্রান্ত পরবর্তী সভা আয়োজন করা দরকার।’

উপদেষ্টা জানান, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা এ বছরের অক্টোবর বা নভেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে পারে। এ সভা আয়োজনের বিষয়ে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে।

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বর্তমানে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। তবে এটির আরও উন্নতির সুযোগ রয়েছে এবং আমরা এ ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সুযোগ নেই, বরং দিন দিন এটির উন্নতি ঘটবে বলে আমি আশা করছি।’

পুলিশের সামর্থ্য ও গ্রহণযোগ্যতা বিষয়ে উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে পুলিশের সামর্থ্য, মনোবল ও বিশ্বাসযোগ্যতা অনেক বেশি বেড়েছে।’

তিনি এসময় আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় জাপানের সহায়তা কামনা করেন। এছাড়া তিনি নৌপুলিশ ও কোস্টগার্ডকে পেট্রোল ভেসেল ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা এবং অধিক সংখ্যক পুলিশ সদস্যকে জাপানে উন্নত প্রশিক্ষণে প্রেরণের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

রাষ্ট্রদূত জানান, আগামী ইন্টারপোল নির্বাচনে নির্বাহী কমিটির সদস্য পদে জাপানের পক্ষ থেকে মনোনয়ন প্রদান করা হবে। উপদেষ্টা এ পদে বাংলাদেশের পক্ষ থেকে জাপানকে পূর্ণ সমর্থনের আশ্বাস প্রদান করেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এসএস

শিরোনাম
আগামী ২-৩ দিনের মধ্যে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফার বৈঠক শেষ হবে: ড. আলী রীয়াজ; দ্বিমত বিষয়গুলো শিগগিরই সমাধানের আশা
সংস্কারে বেশি সময় না নিয়ে শিগগিরই নির্বাচনের তারিখ নিয়ে ঐকমত্যে আসা উচিত: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের; নির্বাচন না আসতেই বিভিন্ন জায়গায় জামায়াতের ওপর হামলা হচ্ছে; নির্বাচন কমিশনের কাজ নিয়ে প্রশ্ন এসেছে, সরকারকে নজর দেয়ার আহ্বান
সময়মতো নির্বাচন না দিলে যে আন্দোলন গড়ে উঠবে, তা কেউ আটকাতে পারবে না: জয়নুল আবদিন ফারুক
শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক, শুনানি ১৫ জুলাই
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক
দুর্নীতির কারণেই বৈষম্যের সৃষ্টি, দুর্নীতি কমলে বৈষম্যও কমবে: দুদক চেয়ারম্যান
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যার আলাদা মামলায় চিন্ময় কৃষ্ণকে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের
সময় টিভির মালিকানা ইস্যুতে করা মামলায় সিটি গ্রুপের আইনজীবী নিয়ে মানহানিকর ও অসত্য সংবাদ করার অভিযোগে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রতিনিধিকে তলব হাইকোর্টের, বুধবার হাজিরের নির্দেশ
ভারতের হায়দরাবাদে একটি ভবনে আগুনে অন্তত ১৭ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরিসহ ৩ অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ২৭ জনের প্রাণহানি
অর্ধেক বন্দির বিনিময়ে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের
বাংলাদেশের অফিশিয়াল ফুটবল পার্টনার হচ্ছে জাপানি প্রতিষ্ঠান মল্টেন করপোরেশন
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
লা লিগা: বার্সেলোনা-ভিয়ারিয়াল, সেভিয়া-রিয়াল মাদ্রিদ (রাত ১১টা)
আগামী ২-৩ দিনের মধ্যে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফার বৈঠক শেষ হবে: ড. আলী রীয়াজ; দ্বিমত বিষয়গুলো শিগগিরই সমাধানের আশা
সংস্কারে বেশি সময় না নিয়ে শিগগিরই নির্বাচনের তারিখ নিয়ে ঐকমত্যে আসা উচিত: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের; নির্বাচন না আসতেই বিভিন্ন জায়গায় জামায়াতের ওপর হামলা হচ্ছে; নির্বাচন কমিশনের কাজ নিয়ে প্রশ্ন এসেছে, সরকারকে নজর দেয়ার আহ্বান
সময়মতো নির্বাচন না দিলে যে আন্দোলন গড়ে উঠবে, তা কেউ আটকাতে পারবে না: জয়নুল আবদিন ফারুক
শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক, শুনানি ১৫ জুলাই
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক
দুর্নীতির কারণেই বৈষম্যের সৃষ্টি, দুর্নীতি কমলে বৈষম্যও কমবে: দুদক চেয়ারম্যান
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যার আলাদা মামলায় চিন্ময় কৃষ্ণকে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের
সময় টিভির মালিকানা ইস্যুতে করা মামলায় সিটি গ্রুপের আইনজীবী নিয়ে মানহানিকর ও অসত্য সংবাদ করার অভিযোগে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রতিনিধিকে তলব হাইকোর্টের, বুধবার হাজিরের নির্দেশ
ভারতের হায়দরাবাদে একটি ভবনে আগুনে অন্তত ১৭ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরিসহ ৩ অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ২৭ জনের প্রাণহানি
অর্ধেক বন্দির বিনিময়ে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের
বাংলাদেশের অফিশিয়াল ফুটবল পার্টনার হচ্ছে জাপানি প্রতিষ্ঠান মল্টেন করপোরেশন
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
লা লিগা: বার্সেলোনা-ভিয়ারিয়াল, সেভিয়া-রিয়াল মাদ্রিদ (রাত ১১টা)