দীর্ঘ ১১ ঘণ্টা পর মেট্রোরেলের ভায়াডাক্টের ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেছে মেট্রো কর্তৃপক্ষ। বিশালাকৃতির দু'টি ক্রেনের মাধ্যমে জাপানি প্রকৌশলীদের সাথে মিলে দেশিয় প্রকৌশলী ও শ্রমিকরা মিলে এই কার্যক্রম চালান।
মেট্রোর এই সাময়িক বিড়ম্বনায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে দিনব্যাপী চালু ছিল আগারগাঁও থেকে উত্তরামুখী মেট্রো।
রাত ৮ টায় নতুন করে রাবার অয়াড প্রতিস্থাপন সম্পন্ন হয়।
এর আগে বুধবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল পথে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় ভায়াডাক্টের রাবার প্যাড খুলে যাওয়ার কারণে।