ক্রিকেট
এখন মাঠে
0

এনসিএল টি-টোয়েন্টি ফাইনালে দুপুর মুখোমুখি হচ্ছে ঢাকা-রংপুর

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উন্মোচন করা হলো এনসিএল টি-টোয়েন্টি ট্রফি, শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন দুই দলের অধিনায়ক। ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে বারোটায়৷

সিলেটে প্রথমবারের মতো এনসিএল টি-টোয়েন্টির ফাইনাল। মহারনের আগে ট্রফি হাতে দুই দলের দুই অধিনায়কের ফটোসেশানে যোগদান।

ট্রফি নিয়ে ফটোসেশানে হাসিমাখা ছবি বলে দেয়, ফাইনালের আগে চাপমুক্ত দুই অধিনায়ক।

একপ্রান্তে রংপুরের আকবর দ্যা গ্রেট, অন্যপ্রান্তে পুরো টুর্নামেন্টে মেট্রোকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেয়া ইনফর্ম নাঈম শেখ। দুজনের কণ্ঠেই শিরোপা জয়ের বার্তা

ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ বলেন, ‘ছোট বা বড় টিম নেই। যারা ইন্ডিভিজ্যুয়ালভাবে মাঠে ভালো খেলবে তারাই টি-টোয়েন্টিতে রেজাল্ট ভালো করবে।’

রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী বলে, ‘অবশ্যই তারা ভালো খেলছে তাদেরকে যদি হারাতে হয় অবশ্যই ভালো খেলতে হবে আমাদের।’

প্লে অফে এসে এনসিএল টি-টোয়েন্টিতে দেখা গেছে রান খরা। সিলেট স্টেডিয়ামে টানা ক্রিকেট ব্যস্ততায় ম্যাচে তুরুপের তাস স্পিনাররা। তবে রংপুর অধিনায়কের প্রত্যাশা- ফাইনালে দেখা যাবে রান বন্যা।

বড় নাম না থাকলেও রংপুর শক্তি টিম কম্বিনেশন। ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় উইকেট শিকারি আলাউদ্দিন বাবু। ব্যাট হাতে ধারাবাহিক ক্যাপ্টেন আকবর। অন্যদিকে মেট্রো ক্যাপ্টেন নাঈম শেখ এখন পর্যন্ত টুর্নামেন্টের টপ স্কোরার। করেছেন তিনশোর বেশি রান। আবু হায়দার রনি, আলিস, রাকিবুল, মোসাদ্দেকরাও বল হাতে বদলে দিতে পারেন ম্যাচের মোমেন্টাম।

ইএ