আজ (শনিবার, ১৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবন্ধী নাগরিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, 'দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিবন্ধীদের জন্য জেলা পর্যায়ে বিশেষায়িত স্কুল ও স্বাস্থ্যসেবা চালু করবে বিএনপি।'
এছাড়া প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি।
সরকারি চাকুরিতে প্রতিবন্ধীদের অংশীদারত্ব নিশ্চিত করা হবে জানিয়ে বলেন বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীরা যাতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়োগ দেয় সেজন্য ব্যবসায়ীদের বিশেষ কর ছাড়ের ব্যবস্থা নেয়া হবে।