শুক্রবার (২৩ আগস্ট) দেশটির দক্ষিণ-পশ্চিমের একটি পেনাল কলোনির কারাগারে দাঙ্গা শুরু করেন ঐ ৪ বন্দি। এসময় এক কারারক্ষীসহ ৩ কর্মকর্তাকে হত্যার পাশাপাশি কয়েকজনকে জিম্মি করে বন্দিরা।
দেশটির সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনজন বন্দি ছুড়ি নিয়ে উল্লাস করছেন। এসময় তারা নিজেদেরকে ইসলামিক স্টেইটের সদস্য হিসেবেও দাবি করেন। যদিও এ দাঙ্গায় মোট কতজন বন্দি জড়িত ছিল তা জানায়নি জার্মান সরকার।