দেশে এখন
0

ঢাকা ওয়াসার নতুন এমডি একেএম সহিদ উদ্দিন

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম সহিদ উদ্দিন। আজ (বৃহস্পতিবার, ১৫ আগস্ট) ঢাকা ওয়াসার চেয়ারম্যান সুজিত কুমার বালা বরাবর একটি চিঠি দেন তিনি।

সেখানে উল্লেখ করা হয়, 'সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে অদ্য ১৫ আগস্ট, ২০২৪ তারিখ পূর্বাহ্নে আমি নিম্নস্বাক্ষরকারী ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলাম।'

এর আগে গতকাল (বুধবার, ১৪ আগস্ট) অসুস্থতার কারণ দেখিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান পদত্যাগ করেন। ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান।

এরপর কয়েক দফায় তার মেয়াদ বাড়ে। সবশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো এই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি। দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘসময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে মোটে ১৬ বার।

tech