দেশে এখন
0

বুলেট-গুলিসহ মালামাল উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ারশেল, পিস্তল, সাউন্ড গ্রেনেড, শর্টগান, হ্যান্ডকাফ, বেশ কিছু বুলেট ও গুলিসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে ঢাকা দক্ষিণ সিটির ৫২ নম্বর ওয়ার্ডের স্থানীয় ছাত্র ও জনতা। যা তারা হস্তান্তর করবে সেনাবাহিনীর কাছে। এছাড়া ডাকাতি রোধেও তারা দিন-রাত পাহাড়া দিচ্ছে মহল্লার মোড়ে মোড়ে।

৪টি তাজা বুলেট শিক্ষার্থী-জনতার হাতে তুলে দিয়েছে ধোলাইপাড়ে কিশোর মোহাম্মদ রুমান। দিনমজুরি করে দিন চলে তার। কিন্তু কীভাবে তার হাতে এলো এই বুলেট? কেনই বা তা জমা দিতে এসেছে রুমান?

কিশোর রুমান বলেন, ‘গত বৃহস্পতিবার অস্ত্র পেয়েছিলাম। যেহেতু রাষ্ট্রীয় সম্পদ তাই এই ক্যাম্পে এসে ফেরত দিয়েছি।’

রাজধানীর জুরাইনে মুরাদপুর মাদ্রাসা রোডের জিরো পয়েন্টে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের স্থানীয়রা 'ছাত্র জনতা সমন্বয় পরিষদ' এর ব্যানারে রাষ্ট্রীয় সম্পদ এবং লুটের মাল সেনাবাহিনীর কাছে হস্তান্তরের উদ্যোগ নেয়।

সোমবার ( ১২ আগস্ট) বিকেলে এলাকায় গিয়ে দেখা যায় মসজিদের মাইকে চলছে রাষ্ট্রীয় সম্পদ ও লুটের মালামাল ফিরিয়ে দেয়ার আহ্বান। দুই দিন ধরে এই ক্যাম্পেইন করছে তারা।

সন্ধ্যার মধ্যে ৪ শতাধিক রাবার বুটেল ও ছড়রা গুলি, টিয়ারশেল ৩টি, র‌্যাব-দশের পিস্তল-ম্যাগাজিনসহ ২টি বুলেট, একে ফোরটি সেভেনের ৪ টি বুলেট, কম্পিউটারের প্রসেসর, মাউস, ৬টি সিসি ক্যামেরা, ১ টি সাউন্স গ্রেনেড, ২টি হ্যান্ডকাফ, ২ টি লোডেড শর্টগানসহ আরও বেশকিছু অস্ত্র। যোগ হয় একটি পোড়া মটর সাইকেলও। শেখ হাসিনার পতনের দিন ৫ আগস্টে আশপাশের কয়েকটি থানা থেকে এসব অস্ত্র লুট হয়।

এই উদ্যোগের আয়োজক শিক্ষার্থীরা বলছেন, রাষ্ট্রীয় এই অস্ত্র ও মালামাল তারা হস্তান্তর করবেন সেনাবাহিনীর কাছে।

শিক্ষার্থীরদের একজন বলেন, ‘আমরা ছাত্র-জনতা যেহেতু রাষ্ট্রের নাগরিক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই লুটের মালামাল উদ্ধার করে সেনাবাহিনীর কাছে পৌছায় দিবো।’

এছাড়া স্থানীয় ছাত্র-জনতা ডাকাতি রোধে দিনে-রাতে পাহাড়া দিচ্ছে মহল্লার মোড়ে মোড়ে। ইতোমধ্যে তারা ৩ থেকে ৪ টি ডাকাতি রোধ করেছে।এছাড়া এক ডাকাতকে ধরে সোপর্দ করেছে সেনাবাহিনীর কাছে।

এলাকায় শান্তি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য বলে জানান স্থানীয় ছাত্র-জনতা।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর