দেশে এখন
0

বাড়লো কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা

আবারো বাড়লো কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা। এই সময় কাপ্তাই হ্রদের মাছ পরিবহন ও বাজারজাতকরণও থাকবে নিষিদ্ধ। এতে বিপাকে পড়েছেন এ অঞ্চলের মৎস্যজীবীরা।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিঠা পানির কৃত্রিম জলাশয় রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। প্রজনন মৌসুমের ৩ মাসের নিষেধাজ্ঞার সঙ্গে দুই দফায় আরও ৩৭ দিন বাড়লো নিষেধাজ্ঞা। হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন ও বিকাশের স্বার্থে এই বর্ধিত নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর আগে ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। কিন্তু পর্যাপ্ত বৃষ্টির অভাবে পানিস্বল্পতায় তা ৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। যা আরেক দফা বাড়িয়ে ৩১ আগষ্ট পর্যন্ত করা হয়েছে।

ব্যবসায়ীদের একজন বলেন, ‘মাছের সাইজটা বড় হলে বিক্রিটাও ভালো হবে। জেলেরা ভালো দাম পাবে।’

কাপ্তাই হ্রদের ৪ টি ঘাটে দৈনিক অন্তত ৪ থেকে ৫ কোটি টাকার মাছ বিক্রি হয়ে থাকে। নিষেধাজ্ঞার ফলে দৈনিক অন্তত ৪ থেকে ৫ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

নিষেধাজ্ঞাকালীন ২৭ হাজার জেলেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘মাছের প্রজনন ও বৃদ্ধি বিবেচনায় পহেলা সেপ্টেম্বর থেকে খোলায় ভালো সিদ্ধান্ত হবে।’

কাপ্তাই হ্রদে বছরে দেশীয় ৫৩ প্রজাতির প্রায় ১৬ হাজার মে. টন মাছ ধরা পড়ে, যার বাজার মূল্য ৭০০ কোটি টাকার বেশি।

tech