সেনাবাহিনী সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। পর্যটকরা ঢাকার সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকরা। হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে পাহাড়ে খাদে ৩০ ফুট নিচে পড়ে যায়।
এসময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হয়। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল ও উজ্জ্বলের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।