ভ্রমণ
দেশে এখন
0

৪ ডিসেম্বর সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন

আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় বুধবার (৪ ডিসেম্বর) সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। তবে পর্যটক ভ্রমণে কোনও নিষেধাজ্ঞা দেয়া হয়নি।

আজ (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) রাতে রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার (৪ ডিসেম্বর) সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

এর আগে গত ২৫ থেকে ৩ অক্টোবর পর্যন্ত তিন দফায় সাজেক এবং ৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা প্রশাসন।

ইএ