গেল দু'দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, লামা ও তুমব্রু'র বিস্তীর্ণ এলাকা। যাতে পানিবন্দি রয়েছে সীমান্তবর্তী ৫ গ্রামের কয়েক হাজার বাসিন্দা। ঢলের জলে ভেসে গিয়ে বুধবার (৩১ জুলাই) থেকে নিখোঁজ রয়েছেন পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী।
পাশাপাশি সড়ক তলিয়ে যাওয়ায় অনেক স্থানে বন্ধ হয়ে পড়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। বন্ধ হয়ে গেছে লামা-আলীকদম সড়ক যোগাযোগ। যাতে বাড়ছে দুর্ভোগের মাত্রা।
স্থানীয় একজন বলেন, 'রাস্তা ভেঙে ছোট হয়ে গেছে। গাড়ি পার হতে পারছে না। আমরা অত্যন্ত আতংকে আছি। রাস্তার মধ্যে বড় বড় গর্ত, পানির স্রোতের কারণে আমরা দেখছি না।'
এদিকে, আলীকদমের চৈক্ষ্যং খাল ও মাতামুহুরি নদীর পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। এমন অবস্থায় আতঙ্কিত তীরবর্তীরা।
এমন অবস্থায় পানিবন্দি বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার পাশাপাশি ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।
তিনি বলেন, 'গতকাল আমাদের জেলা প্রশাসক আসছিল, আমরা পুরো জায়গা দেখে এসেছি। আমরা যে এলাকায় ত্রাণ দিয়েছিলাম, তাদের সহযোগিতার জন্য আমরা ব্যবস্থা নেবো।'
গেল বছর ৭ আগস্ট টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলায় ভয়াবহ বন্যা সৃষ্টি হয়।