জুনাইদ আহমেদ পলক বলেন, 'গত ১০ দিনে ৮টি সরকারি ওয়েবসাইটে ৫০ হাজার বার সাইবার হামলা হয়েছে । কোনো তথ্য বা উপাত্ত বেহাত হয়নি। সাইবার নিরাপত্তায় জাতীয় সাইবার নিরাপত্তা এসেসমেন্ট কমিটি গঠন করা হবে। রপ্তানি, ব্যাংকিং, টেলিকম, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাইবার হামলার আশঙ্কা করছে সরকার।'
এছাড়াও সম্প্রতি ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার হামলা হয়েছে বলেও জানান তিনি।
সোশ্যাল মিডিয়া চালুর বিষয়ে পলক বলেন, 'সরকারের মেইলের জবাব দিয়েছে টিকটক। তবে, এখনও জবাব দেয়নি ফেসবুক। আগামীকালের মধ্যে ফেসবুক, টিকটকের ব্যাখ্যার উপর সোশ্যাল মিডিয়া চালুর সিদ্ধান্ত নির্ভর করছে।'
আইসিটি প্রতিমন্ত্রী আরও জানান, বিগত কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় ফ্রিল্যান্সারদের ক্যাশ ইনসেন্টিভ দেয়ার ব্যপারে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করবে।