ঈদুল আযহায় গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত

গরু-মহিষের হাট
গরু-মহিষের হাট | ছবি: এখন টিভি
0

ঈদুল আযহা উপলক্ষে গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ (বুধবার, ২৩ এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অংশীজনদের সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

ঈদুল আযহায় দেশে কোরবানির প্রাণির চাহিদা বাড়ে। তবে, প্রয়োজনের তুলনায় সরবরাহ বেশি থাকায় গবাদিপশু আমদানির কোনো পরিকল্পনা নেই সরকারের।

কোরবানি উপলক্ষে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে। খামারিরা যেন ন্যায্য দাম পান, সে বিষয়েও নজরদারি করবে সরকার।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেলো বছর দেশে কোরবানি উপযোগী সোয়া কোটি পশু প্রস্তুত করা হয়। যেখানে কোরবানিতে ব্যবহার হয় এক কোটির বেশি।

এএইচ