তথ্য-প্রযুক্তি
দেশে এখন
12

১০ দিন পর চালু হলো মোবাইল ইন্টারনেট

ফেসবুক-টিকটক প্রতিনিধিদের বুধবার তলব

টানা ১০ দিন পর সারাদেশে চালু হলো দেশের মোবাইল ইন্টারনেট সেবা। আজ (রোববার, ২৮ জুলাই) বিকেল ৩টায় ফোরজি ইন্টারনেট চালু হয়। তবে ফেসবুক, টিকটকসহ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম এখনও বন্ধ আছে।

এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিকেল ৩ টায় মোবাইল ইন্টারনেট সেবা চালুর কথা জানান। সেইসঙ্গে জানান, গ্রাহকদের তিনদিনের মধ্যে বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট বোনাস দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে মোবাইল অপারেটর কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশের (অ্যামটব) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ ও সংস্থার কর্মকর্তারা। ওই বৈঠকে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, ‌‘আজকের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি— আজ বিকেল ৩টার পর থেকে মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি পুনঃস্থাপন করতে পারবো। বিকেল ৩টার পর থেকে সারাদেশে মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে। তার জন্য প্রযুক্তিগত যত সহায়তা দরকার, আমরা তা সবসময় দেবো। মোবাইল অপারেটর কোম্পানিগুলো যত দ্রুত সম্ভব প্রস্তুতি নেবে।’

তিনি বলেন, ‘বুধবার ফেসবুক-টিকটক প্রতিনিধিদের বিটিআরসি কার্যালয়ে ডাকা হয়েছে। তাদের কাছে থেকে ব্যাখ্যা পাওয়ার ভিত্তিতে প্লাটফর্মগুলো চালু করা হবে।’

দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সরকার ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে। কারফিউর আগেই ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পরের দিন ১৮ জুলাই রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এরপর থেকেই সারাদেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল।

গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু করা হয় দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেয়া হয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে। পরে ২৫ জুলাই রাত থেকে বাসা-বাড়িতেও ইন্টারনেট সেবা নিশ্চিত করা হয়।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর