ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরাতে নাগপুরে তুমুল উত্তেজনা বিরাজ করছে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ব্যানারে কয়েক হাজার মানুষ এ দাবিতে বিক্ষোভে নামে। হুঁশিয়ারি দেন মহারাষ্ট্র থেকে আওরঙ্গজেবের মাজার না সরালে আরেকটি বাবরি মসজিদ কাণ্ড দেখবে বিশ্ব।
সেসময় আওরঙ্গজেবের ছবি ও সবুজ কাপড়ে মোড়ানো প্রতীকী কবর পুড়িয়েও দেয় তারা। আর এতেই গুজব ছড়িয়ে পড়ে- আরবি হরফ লেখা কাপড় পুড়িয়ে দিয়েছে কট্টর হিন্দুত্ববাদীরা। এতে আরও তুঙ্গে পৌঁছায় সাম্প্রদায়িক উত্তেজনা।
এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুরের কোতোয়ালি, গণেশপেঠ, তহশিল, লাকাদগঞ্জসহ বেশ কিছু অঞ্চলে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। নাগপুর পুলিশ জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।
নাগপুর পুলিশ কমিশনার রাভিন্দর সিনগাল বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। দুশ্চিন্তার কিছু নেই। যারা নিজের হাতে আইন তুলে নিয়েছে তাদেরকে তদন্ত করে বের করা হবে। আমাদের কাছে ভিডিও ফুটেজ ও ছবি রয়েছে।’
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফাড়নাবিস সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে, আইন অমান্য না করতে অনুরোধও জানান তিনি ।